July 20, 2025
pst 9

ফের শহরের হাসপাতালে অগ্নিকাণ্ড। মাঝরাতে আগুন লেগে যায় ESI হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার রাত বারোটা নাগাদ মহেশতলা থানার অন্তর্গত বজবজ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর জানাজানি হতেই স্বাভাবিক ভাবে ছড়ায় আতঙ্ক।

জানা গিয়েছে, হাসপাতাল বিল্ডিংয়ের প্রথম তলায় কম্পিউটার রুমে লেগে গিয়েছিল আগুন। সে সময় মুহূর্তের মধ্যে গোটা হাসপাতালে ছড়িয়ে যায় কালো ধোঁয়া। তড়িঘড়ি খবর যায় দমকলে। এরই মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হসপিটালের কম্পিউটার রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার সন্ধ্যায় আগুন লাগে হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে । ওই বিল্ডিংয়ের আটতলার লাইব্রেরি রুমে লেগেছিল আগুন। সেখানে সেময় ছিলেন জনা দশেক পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *