April 18, 2025
pant 3

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। ম্যাচের আগে যুবভারতীতে দেখা গেল ঋষভ পন্থকে। তিনি গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে সেখানে তাঁর  সঙ্গী হলেন সঞ্জীব গোয়েন্‌কা। যিনি একধারে লখনউ দলের মালিক ও মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার। আর ছিলেন লখনউয়ের কোচ জাস্টিন ল্যাঙ্গারও। শিল্পপতি গোয়েন্‌কার দু’টি দল।

 লখনউকে এর আগেও ইডেনে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা গিয়েছে একাধিকবার। তবে এ বারেও তারা সেই জার্সি পরেই খেলবে কি না তা এখনও জানা যায়নি। মোহনবাগান দলকে উৎসাহ দিতে গ্যালারিতে দেখা গেল ঋষভ পন্থকে। সেই সময় পাশে বসেছিলেন সুপার জায়ান্টের কর্ণধার গোয়েন্‌কা। বিরতির মাঝে পন্থকে সমর্থকদের অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে।

সোমবার যুবভারতীতে মোহনবাগান দল খেলতে নামে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। আইএসএল-এর সেমিফাইনালে খেলতে নেমেছিল এই দুই দল। প্রথম পর্বে জামশেদপুর ২-১ গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল । দ্বিতীয় পর্বে যুবভারতীতে খেলতে নামে দুই দল। আইপিএলে লখনউ মুম্বই ইন্ডিয়ান্সকে হারায়। তাই কলকাতায় খেলতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী পন্থেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *