
এ বারের আইপিএলের প্লে-অফে কোন চারটি দল উঠতে চলেছে তা বেছে নিলেন ইরফান পাঠান। ধারাভাষ্যকারের তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। এ বারের আইপিএল প্রতিযোগিতা ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয়েছে । তবে আইপিএলে ধারাভাষ্য দেওয়া হচ্ছে না পাঠানের। এমন সময় নিজের ইউটিউব চ্যানেলে চারটি দলকে বেছে নিয়েছেন তিনি।
গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে প্রথম চারে রাখেননি ইরফান পাঠান। তাঁর বেছে নেওয়া শীর্ষ চারটি দল হল, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। পাঠানের বেছে নেওয়া দলের মধ্যে চেন্নাই এবং বেঙ্গালুরু নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। কিন্তু মুম্বই এবং দিল্লি প্রথম ম্যাচে হেরেছে। গত বারের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই, মুম্বই এবং দিল্লি । বেঙ্গালুরু প্লে-অফে উঠলেও ফাইনালে পৌছুতে পারেনি।
আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকায় পাঠানের নাম প্রতি বছরই থাকে। কিন্তু এ বার নেই। বাদ দেওয়ার কারন হিসেবে জানা গিয়েছে, ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে তিনি ব্যক্তিগত রাগপ্রকাশ করতেন । আর সে কারণেই তাঁকে এই শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।