
কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে উল্টে গেল যাত্রীবাহী বিমান। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যু ঘটেনি এই দুর্ঘটনার জন্য। এই দুর্ঘটনাটিতে এক শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে যায়। তবে বিমানে বিস্ফোরণ হয়নি। যার জন্য এখনও পর্যন্ত কোনও যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়ান বন্ধ করে দেওয়া হয়ছে। এদিকে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। জানা যায়, মিনিয়াপোলিস থেকে টরন্টো গিয়েছিল বিমানটি। রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া সিআরজে-৯০০ উড়ানটি এন্ডেভার এয়ার পরিচালনা করছিল। উল্লেখ্য, টরন্টোতে ব্যাপক তুষারপাত হয়েছিল বলে জানা যায়। আবহাওয়াও খারাপ ছিল। তবে আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানান, তিনি বিষয়টির ওপরে নজর রাখছেন। এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, বিমান থেকে সবাইকে বের করে আনা হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, উল্টে যাওয়া বিমান থেকে বের হচ্ছেন যাত্রীরা। এছাড়াও বেশ কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে উলটে থাকা বিমানের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসছেন উদ্ধারকারী দলের সদস্যরা। প্রসঙ্গত, কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। বিগত দিনগুলিতে শীতকালীন খারাপ আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল সেখানে। এদিকে এই দুর্ঘটনার জেরে প্রাথমিক ভাবে বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হলেও ফের উড়ান পরিষেবা চালু করা হয়েছে সেখানে।