
দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যুগ যত পরিবর্তন হচ্ছে, ততই আরো বদল হচ্ছে বিভিন্ন ধরণ ধারণে। বর্তমানে অনলাইনেই হয়ে যাচ্ছে বাজারের কেনাকাটাও, তাও আবার অনেক কম খরচে।
মাত্র ৯ টাকা দরেই নাকি পাওয়া যাচ্ছে আলু এবং পেঁয়াজ। প্রতিদিন সকাল সাতটা থেকে নটার মধ্যে এই বিশেষ অফার দেওয়া হচ্ছে। সুইগি ইনস্টামার্টে তরফে দেওয়া হচ্ছে এই দুর্দান্ত অফার। ৫০০ টাকার বেশি কেনাকাটা করলে মাত্র ৯ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি আলু আর পেঁয়াজ।
অনলাইনে সব জিনিসপত্রের পাশাপাশি এখন কাঁচা বাজার কেনারও হিড়িক দেখা যাচ্ছে। সুইগি ইনস্টামার্টের পাশাপাশি ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট গ্রসারি, অ্যামাজন ফ্রেশ এর মতো অনলাইন সাইটগুলিও বেশ ভালো গ্রাহক টানে। এর বড়সড় প্রভাব পড়ছে বাজারে।