
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
বিগত প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই দিনযাপন করছেন রাজ্যের এই প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার তাঁকে নিয়েই কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রয়োজনীয় বিচার চালাতে রাজ্য সরকারকে দরকারি অনুমোদন দিতে হবে, স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দল পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ আরও প্রশস্ত হল। একদা তৃণমূলের মহাসচিব, রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ।