সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় স্বাধীনতা দিবসের সকালে প্রত্যেকবারের মতো এবারও লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পতাকা উত্তোলনের পরেই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
প্রধানমন্ত্রী শুরুতেই বলেন, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ভারত মাতার জয়গান গাওয়া বীর শহিদদের স্মরণ করা দিন আজ। অন্যদিকে আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল দেশের চিকিৎসা মহল। স্বাধীনতা দিবসে মোদীর ভাষণেও উঠে এল নারী সুরক্ষার প্রসঙ্গ।
সরাসরি আরজি করের নাম না নিয়েই এদিন নারী নির্যাতন নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে। সরকারের বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করা উচিত, তদন্ত করা উচিত। গোটা দেশের ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। দ্রুত শাস্তির বন্দোবস্ত করতে হবে, যাতে অপরাধীদের মনে ভয়ের সঞ্চার হয়।