October 13, 2025
1

আইপিএলে কার উপর ভরসা রাখল আরসিবি? বিরাট কোহলি নন। ফিল সল্টের মতো প্রতিষ্ঠিত বিদেশি তারকাও নন। আগামী মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চলেছেন রজত পাটিদার। আইপিএলে ভাগ্য বদলাতে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখের উপরই ভরসা আরসিবির। নিলামে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারদের মতো মার্কি তারকাদের নেওয়ার চেষ্টা করেনি আরসিবি। এমনকী, প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে ফেরাতে আরটিএমও ব্যবহার করেনি কোহলির দল। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, ক্রুণাল পাণ্ডিয়া, ফিল সল্টদের মতো তারকাদের কিনে ব্যাটিং ও বোলিং বিভাগ সাজালেও ক্যাপ্টেনের আসনে কে বসবেন, তা স্পষ্ট ছিল না।    

শোনা যাচ্ছিল, আগামী মরশুমে আরও একবার বিরাট কোহলিকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দিতে চলেছে আরসিবি। সেই মতো বিরাটকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। বিরাট রাজি না হলে যাঁদের নাম জল্পনায় ছিল তাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের তারকা ফিল সল্ট এবং বরোদার অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু বড় নামের পিছনে না গিয়ে তুলনায় তরুণ এবং ঘরোয়া ক্রিকেটে সফল রজত পাটিদারের উপর ভরসা রাখল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। পাটিদার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেন। গত কয়েক বছর আরসিবিতে রয়েছেন। এবার নিলামের আগে যে ৩ তারকাকে আরসিবি রিটেন করেছিল, পাটিদের তাঁদের মধ্যেই ছিলেন।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর কেসিএ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অধিনায়ক হিসাবে পাটিদারের নাম ঘোষণা করেছে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি। কোহলি পাটিদারকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট জানিয়েছেন, তিনি এবং গোটা দল পাটিদারের নেতৃত্বে খেলতে প্রস্তুত। এবার ট্রফি জিতার জন্য নিজেদের সেরাটা দেবেন আরসিবির তারকারা। প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও পাটিদারকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *