
জুভেন্টাসকে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে তারা । অপর ম্যাচে, বরুসিয়া ডর্টমুন্ড মেক্সিকোর ক্লাব মন্টেরেকে ২-১ গোলে হারিয়েছে । সুস্থ হওয়ার পর প্রথম বার ক্লাব বিশ্বকাপে নামলেন কিলিয়ান এমবাপে। তবে তিনি গোল করতে পারেননি। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছেন গঞ্জালো গার্সিয়া। এই নিয়ে তিনি তিনটি ম্যাচে গোল করলেন ।
এমবাপে অসুস্থ থাকায় রিয়াল তাদের অ্যাকাডেমির ফুটবলার গার্সিয়াকে প্রতিটি ম্যাচেই খেলিয়েছে । বিশেষজ্ঞদের মনে করছেন, আগামী মরসুমের জন্য এমবাপের পাশাপাশি ভাল সেন্টার ফরোয়ার্ড পেয়ে গিয়েছে রিয়াল। প্রথমার্ধে যদিও কোনও দলই সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। জুভেন্টাসের রান্ডাল কোলো মুয়ানির একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
রিয়ালের ফেডেরিকো ভালভার্দের করা শটটি বাঁচিয়ে দেন জুভেন্টাস গোলকিপার মিচেল ডি গ্রেগোরিয়ো। গোটা ম্যাচে তিনি অন্তত ১০টি সেভ করেছেন । না হলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বেড়ে যেত। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন গার্সিয়া। ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ডের ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে হেড করেন তিনি। ৬৮ মিনিটে এমবাপে গার্সিয়ার জায়গাতেই নামেন। তবে রিয়াল আর গোল বাড়াতে পারেনি। ডর্টমুন্ডের হয়ে দু’টি গোল করে নজর কেড়ে নিয়েছেন সেরহু গুইরাসি। ১৪ মিনিট এবং ২৪ মিনিটে গোল করেন সেরহু গুইরাসি। চারটি ম্যাচে তিন গোল করে হঠাৎই নজরে এসে গিয়েছেন তিনি।