
ক্লাব বিশ্বকাপে তিন দেশের তিন বড় দল নিজেদের ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচ ড্র করার পর রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে । ১০ জনে খেলেও তারা মেক্সিকোর ক্লাব পাচুয়াকে ৩-১-এ হারিয়েছে । ইটালির ক্লাব জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসিকে । আবার বড় জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও। তারা ৬-০ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল আইনকে।
আগের ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে ড্র করেছিল রিয়াল। তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ম্যাচ জিততেই হত তাদের। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে না পেয়ে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে সামনে ভালভার্দেকে জুড়ে দিয়েছিলেন কোচ জাভি অলনসো। যদিও শুরুটা ভাল হয়নি রিয়ালের। সাত মিনিটের মাথায় পাচুয়ার সলোমন রনডনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন রাউল আসেন্সিয়ো। ফলে বাকি ম্যাচ ১০ জনেই খেলতে হয় তাদের। তবে তাতে জয় আটকায়নি রিয়ালের। ৩৫ মিনিটে গোল করে জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে দেন । প্রথমার্ধের বিরতির আগেই দ্বিতীয় গোলটি করেন আর্দা গুলের। ভালভার্দে ৭০ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করে দেন।
গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজ়বুর্গের বিরুদ্ধে আল হিলাল গোলশূন্য ড্র করেছে । ফলে গ্রুপ এইচ-এ শীর্ষে মাদ্রিদ। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের করেছে তারা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সালজ়বুর্গ। তিন নম্বরে রয়েছে আল হিলাল। এই তিন দলেরই সুযোগ রয়েছে নক আউটে ওঠার। গ্রুপ জি-তে থাকা দুই বড় দল জুভেন্টাস ও ম্যান সিটির জয়ের ধারা অব্যাহত রয়েছে। মরক্কোর ক্লাব ওয়াইদাদের বিরুদ্ধে জুভেন্টাস আত্মঘাতী গোলে এগোয় । সিটি অপর ম্যাচে আল আইনকে দাঁড়াতেই দেয়নি । পেপ গুয়ার্দিওলার দল গত মরসুমে প্রিমিয়ার লিগে ভাল খেলতে না পারলেও ক্লাব বিশ্বকাপে ফর্মে তারা। ইংল্যান্ডের ক্লাবের হয়ে ৮ মিনিটে প্রথম গোলটি করেন ইলখাই গুন্ডোয়ান। প্রথমার্ধেই ২৭ মিনিটে ক্লডিয়ো ইচেভেরি ও বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে আর্লিং হালান্ড গোল করেন। গুন্ডোয়ান দ্বিতীয়ার্ধে আরও একটা গোল করেন । দলের বাকি দুই গোল করেন অস্কার বব ও রায়ান চের্কির। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ জি-র ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে সিটি। দু’দলেরই পয়েন্ট ৬। দুই ক্লাবই নক আউটে উঠেছে। কোন দল শীর্ষে থাকবে তা গ্রুপের শেষ ম্যাচে ঠিক হবে।