April 19, 2025
dev 1

টলিউড খ্যাত অভিনেতা দেবের মুকুটে জুড়লো নতুন একটি পালক। নতুন করে আবার পুরনো অ্যাকশন অবতারে ফিরছেন টলিউড সুপারস্টার। এবছর দেবের সিনেমা ‘খাদান’ আসছে বড়দিনে। প্রকাশ্যে আসতে চলেছে ‘খাদান’ -এর টিজার।

যদিও এই টিজার প্রকাশ্যে আসার কথা ছিল স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪-ই আগস্ট। কিন্তু সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া আরজিকর কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার জেরে দেব তাঁর সিনেমার টিজার মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন।

দেবের এই আসন্ন সিনেমায় তাঁর নায়িকা হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা বাংলাদেশের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। এই সিনেমা জুড়ে থাকবে কয়লাখনি অঞ্চলের প্রেক্ষাপট। সেই কয়লাখনিরই মধ্যবিত্ত পরিবারের উচ্চাকাঙ্ক্ষী মেয়ের চরিত্রে অভিনয় করবেন ছোটপর্দার রিমলি অভিনেত্রী ইধিকা। কয়লাখনি অঞ্চল মানেই সারাক্ষণ সেখানে চলতে থাকে রাজনীতির লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *