
বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। এর মধ্যে দর্শকের ভূমিকায় দেখা গেল ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে। সিরিজের মাঝেই উইম্বলডন ঘুরে এলেন তিনি। পুরুষদের শীর্ষবাছাই ইয়ানিক সিনার বনাম গ্রিগর দিমিত্রভের খেলা দেখেন পন্থ। সেখানে গিয়ে তিনি জানালেন, তাঁর প্রিয় টেনিস তারকা কে।
উইম্বলডনে গিয়ে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে পন্থ বলেন, “আমি (কার্লোস) আলকারাজকে সমর্থন করছি। আমার মনে হচ্ছে ও-ই এবার জিতবে। সেটা অবশ্য আমার ভবিষ্যদ্বাণী। আসল কথা হল, যে সবচেয়ে ভালো খেলবে সে জিতবে।”
প্রথমবার উইম্বলডন দেখতে গেলেও টেনিস নিয়ে পন্থের আগ্রহ দীর্ঘ বছরের। পন্থ বলেন, “আমি প্রথমবার এলাম। খুব ভালো লাগছে। টেনিস বলতে আমার ফেডেরারের কথা মনে পড়ে। ওর ব্যাকহ্যান্ড আমার খুব প্রিয় ছিল। আরও অনেক তারকা এসেছে। জোকোভিচ দুর্দান্ত।” টেনিসের বর্তমান প্রজন্মকে নিয়েও খুব আশাবাদী পন্থ। তিনি বলেন, “এখন আমার সবচেয়ে প্রিয় দুই তারকা সিনার ও আলকারাজ। নিক কিরগিয়সকেও খুব ভালো লাগে। ওর খেলা দেখতে খুব মজা লাগে।”