April 19, 2025
schl tchr2

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়। সূত্র বলছে, এবারের বাজেটে প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচারদেরও বেতন বৃদ্ধি করতে পারে সরকার।

বর্তমানে প্রাইমারি ও আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে প্যারা টিচারের সংখ্যা ৪৪ হাজার। ২০১৭ সালে শেষ বার এদের বড় বেতন বৃদ্ধি করা হয়েছিল রাজ্যর তরফে। তারপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি করা হয়।

বর্তমানে প্রাইমারি প্যারা টিচাররা মাসিক ৯,৭৯৪ টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা ১২,৭৬৬ টাকা (কর্মিচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে) পান। ওদিকে স্পেশাল এডুকেটররা মাসিক ১২,২৭১ টাকা করে বেতন পান। সূত্রের খবর, এবার বাজেটে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে পারে প্যারা টিচারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *