April 18, 2025
kolkata high court

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির রমরমা গোটা রাজ্যে।

স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই বেশ কিছু শিক্ষক চাকরি করছিল রাজ্যের বিভিন্ন স্কুলে। ইতিমধ্যে এমন অন্তত সাত জনকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরিও কেড়ে নিয়েছে এসএসসি। এবার বেতন ফেরানোর পালা।

হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ছিল, যতদিন ওই শিক্ষকরা চাকরি করেছে সেই চাকরির টাকা ১২% শতাংশ সুদ-সহ ফেরাতে হবে। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে অবিলম্বে তিন সদস্যের কমিটিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ বিচারপতি বসুর। আগামী ১২ অগস্ট হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির দিন তা এসএসসি কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *