
২০৩০ ফুটবল বিশ্বকাপ ৬৪ দেশের করার প্রস্তাবে বিভিন্ন দেশ আগেই বিরোধিতা জানিয়েছে। কিন্তু ২০৩৪ সালে যদি ৬৪ দেশের ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়, তবে এক কথায় রাজি সৌদি আরব। তারা স্পষ্ট করে জানিয়েছে, এরূপ বড় মাপের বিশ্বকাপ আয়োজন করতে তাদের কোনও সমস্যা হবে না। পরের বছর থেকেই ফুটবল বিশ্বকাপে দেশের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ২০৩০ সালে ৬৪টি দেশকে নিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। তবে অন্যান্য মহাদেশীয় সংগঠনগুলি একযোগে এর বিরোধিতা করেছে।
তবে সৌদি আরবকে যদি ৬৪ দেশের বিশ্বকাপ আয়োজন করতে হয় তা হলে তাদের সমস্যা নেই। সৌদি আরবের রাজা আব্দুলাজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেছেন, তাঁরা তৈরি বা তাঁরা তৈরি হয়ে যাবেন। ফিফা যদি সেরূপ সিদ্ধান্ত নেয় এবং মনে করে সেটা সবার জন্য ভাল, তা হলে তাঁরা আয়োজন করার জন্য তৈরি। সৌদি আরবকে গত ডিসেম্বরেই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ফিফা।
তবে এক্ষেত্রে মানবাধিকার সংগঠনগুলি এর প্রতিবাদ জানিয়েছে। কাতার বিশ্বকাপে যে ভাবে অভিবাসী শ্রমিকদের মৃত্যুকে ঘিরে বার বার বিতর্ক হয়েছে, সেই একই জিনিস সৌদি আরবেও দেখা যেতে পারে বলে তাদের মত। তবে সে বিষয়ে সৌদি আরব জানিয়েছে, নতুন পরিকাঠামো তৈরির সময় তাদের তরফে ফিফার সঙ্গে যোগাযোগ রাখা হবে এবং কাতারের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলে সেখান থেকে সাহায্য নেওয়া হবে। ২০৩২ সালের মধ্যে সৌদি আরবের ১৫টি স্টেডিয়াম তৈরি করে ফেলার কথা ।আর সেই কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে।