
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চৈত্র মাসেই হাঁসফাঁস গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ছে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এপ্রিল মাসের ৩০ তারিখ থেকেই গরমের ছুটি পড়ছে। পরবর্তী নির্দেশ না আসা অবধি এই ছুটি চলবে। অর্থাৎ গরমের ছুটি কাটিয়ে কবে স্কুল খুলবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে একথা জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অতিরিক্ত গরমের ছুটির জেরে যদি পঠন-পাঠনে বিঘ্ন ঘটে, তাহলে স্কুল খোলার পর বাড়তি ক্লাস করিয়ে তা পূরণ করা হতে পারে।