
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। আবারও ঘনিয়ে উঠল ‘অভয়া’ মৃত্যু রহস্য। মৃত্যুর কয়েক মাস পরেও ব্যবহার করা হয়েছিল তাঁর মোবাইল। এমনি অভিযোগ নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা।
শিয়ালদহ আদালতে পুরো ঘটনাটি উল্লেখ করে একটি সিনোপসিস জমা করেছেন তাঁরা মুখবন্ধ খামে। কিন্তু পরে রিপোর্ট ফেরত দেয় আদালত। এদিন আদালতে নিহত চিকিৎসকের বাবা মা দাবি করেন, মেয়ের মৃত্যুর কয়েক মাস পরেও ব্যবহার করা হয়েছিল নির্যাতিতার মোবাইল ফোন।
ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ‘লিভ করেছে’ নম্বরটি। মুখবন্ধ খামে জমা দেওয়া সিনোপসিসে একথাই উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ওই সিনোপসিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় পরে রিপোর্ট ফিরিয়ে দেয় আদালত।