April 19, 2025
mohon babu

দক্ষিণী অভিনেতা মোহন বাবুর বাড়ি থেকে চুরি হয়েছে ১০ লাখ টাকার ছাই। সঙ্গে সঙ্গে মোহন বাবু চুরির কথা পুলিশকে জানান। পুলিশ বিষয়টি তদন্ত করলে দেখা যায়, ওই চাকর চুরি করেছে। মোহন বাবু সাউথ সিনেমার খুব বিখ্যাত অভিনেতা। পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

মোহন বাবুর বাড়িতে চুরির খবর পেয়ে সবাই হতবাক। তিরুপতি থেকে তার বাড়িতে কাজ করা চাকরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেতার বাড়ি থেকে নগদ 10 লক্ষ টাকা চুরি করেছে ভৃত্য। এখন পুলিশের তদন্তে জানা গেছে, এই চুরির ঘটনায় ভৃত্যই দোষী। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে এই টাকা চুরি করেছে তার এক গৃহকর্মী।

তেলেঙ্গানার জালাপল্লি গ্রামে পরিবারের সঙ্গে থাকেন মোহন বাবু। এই চুরিটি মোহন বাবুর বাড়িতে কর্মরত ভদিতে গণেশ নায়েক করেছিলেন। এই চাকর মোহন বাবুর জায়গায় অফিস বয় হিসাবে কাজ করত। মোহন বাবু বাড়িতে চুরির কথা জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত বদিতে গণেশ নায়েককে খুঁজে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *