রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয়। মেঘালয় বিধানসভায় জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের তহবিল ছাড়ে বিলম্ব এবং প্রকৌশল কলেজগুলির নির্মাণে ধীরগতির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী মারকুইস এন মারাক জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজ্যকে ৪০৫.৬৪ কোটি বরাদ্দ করা হয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এখনো কোনও অর্থ ছাড়া হয়নি।
মন্ত্রী আরও জানান, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত জেজেএম প্রকল্পে ঠিকাদারদের মোট ৬৯৫.০১ কোটি বকেয়া রয়েছে, যা এখনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিশোধ হয়নি। অন্যদিকে, শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমা জানান, আমপাতি ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ এখন পর্যন্ত ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই ১৫ কোটি ব্যয় হয়েছে। তিনি আশ্বাস দেন, শিলং এবং আমপাতি—উভয় প্রকৌশল কলেজের কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হবে। তিনি এটিকে মেঘালয়ের জন্য একটি “গর্বের মুহূর্ত” হিসেবে অভিহিত করেন
