
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দেখতে দেখতে পাঁচ মাস হতে চলল। এখনও পর্যন্ত আরজিকরের নির্যাতিতার বিচার অধরা। প্রসঙ্গত বর্তমানে এই আরজিকর কান্ডের বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদা আদালতে।
সেখানেই চার্জ শিটের সঙ্গে সাড়ে তিন ঘন্টার সিসিটিভি ফুটেজের বিবরণও জমা দিয়েছিল সিবিআই, দাবি ওই ফুটেজে ৬৮ বার বিভিন্ন জনকে যাতায়াত করতে দেখা গিয়েছে। স্টেথো গলায় ঝুলিয়েও যাতায়াত করেছিলেন ডাক্তারদের কেউ কেউ। কিন্তু তাদের কাওকেই নাকি চিনতে পারেনি সিবিআই।
আরজিকর কান্ডের তদন্তে নেমে ইমার্জেন্সি ভবনের চার তলার পালমোনারি মেডিসিন বিভাগে থাকা একমাত্র সিসিটিভির সাড়ে ৩ ঘণ্টার ফুটেজ পরীক্ষা করেছে সিবিআই। সেখানে একমাত্র সঞ্জয় রায়কে’ই ‘আইডেন্টিফাইড’ বলে উল্লেখ করা হয়েছে। বাকি সবাইকে ‘কুড নট বি আইডেন্টিফায়েড’ বলা হয়েছে।