July 9, 2025
bus13

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর পরিবহণ দফতরর তরফে। বাসে চেপে নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছরে বাসের অনেক উন্নতি সাধন হয়েছে। ফলে আগের তুলনায় আরামদায়ক হয়েছে বাস যাত্রা। এবার সেটাকে আরও উন্নত করতে উদ্যোগী রাজ্য পরিবহণ দফতর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার আগে এই শর্তগুলি পূরণ করতে হবে। ঠিক করা হয়েছে, ৩৮ বর্গসেন্টিমিটারের মধ্যে প্রত্যেক বাস যাত্রীর বসার জায়গা নির্দিষ্ট করতে হবে। সেই সঙ্গেই পরপর দু’টি সিটের মধ্যে কতখানি ফারাক থাকবে সেটাও বলা হয়েছে। বাসের সিঁড়ির মাপ মাটি থেকে ২৫-৪৩ সেন্টিমিটারের মধ্যে হতে হবে।

দরজার ক্ষেত্রে বলা হয়েছে, ৫৩ সেমি রাখতেই হবে। এছাড়া, বাসে আপৎকালীন দরজা রাখতে হবে না। তবে ওঠানামার জন্য একটি হাতল রাখতে হবে। জানা যাচ্ছে, সরকারি, বেসরকারি বাসের পাশাপাশি মিনিবাস, স্কুলের পুলকার ও যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত নানান পরিবহণের সঙ্গে নয়া ব্যবস্থা যুক্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *