
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি নতুন কৃষি প্রকল্পের উদ্বোধন করবেন।
এই প্রেক্ষিতে আজ ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত তিনটি জাতীয় কর্মসূচি নিয়ে আলোচনা হয় ‘প্রধানমন্ত্রী ধন ধান্য কিষান যোজনা’, ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’, এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং’।
রতন লাল নাথ জানিয়েছেন, এই তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী জানান, এই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে জাতীয় স্তরে এই প্রকল্পগুলির উদ্বোধন হবে। ত্রিপুরায় রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি এ.ডি. নগরের স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, প্রতিটি জেলা সদর, মহকুমা ও ব্লক পর্যায়েও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।