April 18, 2025
gass6

আগামী মাস থেকেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। বর্তমানে এদেশের প্রায় প্রত্যেক বাড়িতেই এলপিজি সিলিন্ডারে রান্না হয়। প্রত্যেক মাসের পয়লা তারিখ থেকেই রান্নার গ্যাসের দামে পরিবর্তন হতে দেখা যায়। বিগত দু’মাসে গ্যাসের দাম কিছুটা কম ছিল। আগস্ট মাসে সেই মূল্য আরও কিছুটা কমবে।

১ আগস্ট থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আসছে। নয়া নিয়ম অনুসারে, ক্রেড, ফ্রিচার্জ, পেটিএমের মতো থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করা হল ১% চার্জ দিতে হবে।

আগস্ট মাস থেকে গুগল ম্যাপের নিয়মেও বদল আসছে। গুগলের তরফ থেকে ভারতে ৭০% সার্ভিস চার্জ কমানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গেই এখন ডলারের বদলে রুপিতে চার্জ মেটানো যাবে। তবে এক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের পকেটে কোনও বাড়তি চাপ পড়বে না। কোনও এক্সট্রা চার্জ নেওয়া হবে না। যার মধ্যে অন্যতম আবাস যোজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *