
দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামলেন উদয়পুর মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য ও জন সংভরণ দপ্তর একটি বিশেষ দল।
উদয়পুরের বিভিন্ন দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করল মোট ৯ টি সিলিন্ডার। জানা গিয়েছে, উদয়পুর বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকান মিলে প্রায় বেশ কয়েকটি দোকানে হানা দিয়েছে। প্রায় দোকানে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছিল।
মূলত খাবার দোকান গুলিতে কি ধরণের এল পি জি সিলিন্ডার ব্যবহার হচ্ছে তা দেখতেই আজকের এই অভিযান। পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। উদয়পুরের বিভিন্ন দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করল মোট ৯ টি সিলিন্ডার।