July 19, 2025
PST 7

সারা বিশ্বে সোনার দর ক্রমেই বাড়তে থাকায় সাধারণের সুবিধার জন্য অভিনব ব্যবস্থা নিয়েছে চিন। সাংহাইয়ের এক মলে বসানো হয়েছে একটি গোল্ড এটিএম। চিনে যা প্রথম। আর এই এটিএম ঘিরে মলের ক্রেতাদের মধ্যে আগ্রহের শেষ নেই। সোনা বিক্রি করে বেড়ে চলা দামের সুবিধা তোলাই হোক বা প্রয়োজন মেটানো, এই এটিএমের জুড়ি মেলা ভার।

সোনার দোকানে গিয়ে তা গলিয়ে শুদ্ধতা যাচাই করার পরে বাজারদর অনুযায়ী তা বিক্রি করার কোনও প্রয়োজন পড়বে না এ ক্ষেত্রে। এই এটিএমে সোনার গয়না দিলেই হলো। ১,২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোনা গলিয়ে রিয়েল টাইম শুদ্ধতা যাচাই করে দিচ্ছে গোল্ড এটিএম।

শুধু তাই নয়, সে সময়ের বাজারদরের নিরিখে গলানো সোনার ওজন ও শুদ্ধতা বিচার করে সমপরিমাণ অর্থ ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে এই এটিএমে। সব কিছুই চোখের সামনে হওয়ায় ঠকে যাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

তানসু ইয়েগেন নামের এক ব্যক্তি তাঁর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে গোল্ড এটিএমের ভিডিয়ো শেয়ার করার পরেই ভারতীয়দের মধ্যে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। এ দেশে কবে এমন এটিএম বসানো হবে এমন প্রশ্ন করেছেন বহু নেট নাগরিক।

এটিএমে সোনার গয়না দেওয়ার পরে তা প্রথমে ওজন এবং ৯৯.৯৯ শতাংশ শুদ্ধতা যাচাই করবে। সাংহাই গোল্ড এক্সচেঞ্জের লাইভ রেটের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হবে এবং সম পরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

ভিডিয়ো দেখার পরে অখিলেশ কুমার নামের এক ভারতীয় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ওয়াও। আশা করি খুব তাড়াতাড়ি ভারতেও গোল্ড এটিএম দেখা যাবে।’ আর এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘ভারতের জন্য অসাধারণ একটি পণ্য কিন্তু চেন ছিনতাইকারীর জন্যও কাজের।’

যদিও এ দেশে হায়দরাবাদে সোনার কয়েন কেনার জন্য এটিএম এনেছে গোল্ডসিক্কা নামের একটি সংস্থা। ওই এটিএমে গ্রাহকরা তাঁদের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে কোনার কয়েন কিনতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *