
চাঁদের পর এবার শুক্রগ্রহকে লক্ষ্য করছে ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) প্রস্তুতি নিচ্ছে বহু প্রতীক্ষিত ‘শুক্রযান-১’ (Venus Orbiter Mission) উৎক্ষেপণের। আগামী ২০২৮ সালের মার্চ মাসে দক্ষিণ ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে এই মহাকাশযান। সফল হলে, এটি হবে ভারতের প্রথম শুক্র অভিযান। যা মহাকাশ গবেষণায় দেশকে পৌঁছে দেবে এক নতুন অধ্যায়ে।
ইসরো সূত্রে জানা গেছে, LVM-3 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে শুক্রযান। প্রায় ১১২ দিনের দীর্ঘ যাত্রা শেষে ১৯ জুলাই ২০২৮-এ শুক্রগ্রহের কক্ষপথে পৌঁছবে মহাকাশযানটি। এরপর বিশেষ প্রযুক্তি ‘aerobraking’ ব্যবহার করে ২০০ কিমি × ৬০০ কিমির বিজ্ঞান কক্ষপথে স্থাপন করা হবে।
এই অভিযানের লক্ষ্য শুধু শুক্রগ্রহে পৌঁছনো নয়, বরং অজানা রহস্য উন্মোচন। শুক্রের ঘন বায়ুমণ্ডল, প্রচণ্ড তাপমাত্রা, আগ্নেয়গিরি সদৃশ ভূত্বক ও সূর্যের প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করবে শুক্রযান। এজন্য মহাকাশযানে থাকছে প্রায় ১৬ থেকে ১৯টি বৈজ্ঞানিক যন্ত্র, যার কিছু আন্তর্জাতিক সহযোগিতায় তৈরি হচ্ছে।
চন্দ্রযান ও মঙ্গলযান মিশনের সাফল্যের পর বিশ্বের দৃষ্টি এখন ভারতের দিকে। বিশেষজ্ঞদের মতে, শুক্রযান সফল হলে মানবজাতির কাছে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র সম্পর্কে নতুন তথ্যভান্ডার উন্মোচিত হবে। পাশাপাশি, মহাকাশ গবেষণায় ভারতের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
চাঁদ জয় থেকে শুক্র অভিযানে ভারতের মহাকাশ যাত্রা প্রমাণ করছে, সীমাবদ্ধতাকে অতিক্রম করাই ভবিষ্যতের লক্ষ্য। শুক্রযান-১ শুধু বৈজ্ঞানিক সাফল্যের প্রতীক নয়, বরং ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন বহন করা এক মহাকাশ ডানা।