
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরের প্রথম সপ্তাহে এসে কিছুটা কমলো তাপমাত্রা। তবে উত্তুরে হওয়ার দাপট সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না।
সকাল ও রাতের দিকে হালকা শিরশিরানি হলেও আপাতত দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলতে কিছুটা দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে।
অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই নামবে তাপমাত্রার পারদ। তার আগে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে শীতের আগমনের সময়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। তবে তারপর থেকে নামবে তাপমাত্রা।