April 19, 2025
pv 2

বিয়ের পরবর্তীতে কোর্টে সময়টা মোটেও ভাল যাচ্ছে না পিভি সিন্ধুর। অল ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের পর  সুইস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন তিনি। তিনি ম্যাচ শেষে নিজের রাগ সামলাতে পারেননি । মাটিতেই র‌্যাকেট আছড়ে ভাঙেন পিভি সিন্ধু। সুইৎজ়ারল্যান্ডের বাসেলে এই সুপার ৩০০ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ডেনমার্কের জুলি ডাওয়াল জেকবসেন সিন্ধুর বিরুদ্ধে নামেন । ক্রমতালিকায় অনেক নীচে থাকা জুলির কাছে হারেন তিনি। শেষ পয়েন্টটি খোয়ানোর পর আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি সিন্ধু। র‌্যাকেট ভেঙে ফেলেন তিনি। পরে অবশ্য জুলির সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে।

প্রথম গেমে একটা সময় ৮-৬ এগিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু জুলি ক্রমশ খেলায় ফিরে আসেন। এরপর জুলি এগিয়ে যাওয়ার পর আর ফিরতে পারেননি সিন্ধু। ১৭-২১ পয়েন্টে প্রথম গেমে হারেন তিনি। দ্বিতীয় গেমে আবার শুরু থেকেই সিন্ধু পিছিয়ে ছিলেন। একটা সময় দেখে মনে হচ্ছিল অত্যন্ত বাজে ভাবে হারবেন। জুলি ১৬-৯ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন। তবে সেখান থেকে সিন্ধু ফিরে এসে লড়াই করে ১৭-১৭ করেন তিনি। যদিও জিততে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন এই তারকা। ১৯-২১ পয়েন্টে দ্বিতীয় গেম হেরে বিদায় নেন তিনি।

২০২৫ সালের জানুয়ারি মাসে ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর থেকে তিনটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সিন্ধু। চলতি মরসুমের শুরু থেকে ইন্দোনেশিয়ার আদি প্রতমার কাছে অনুশীলন করছেন সিন্ধু। কিন্তু তার পরেও তাঁর পারফরম্যান্স বিশেষ ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *