
মুম্বই, ১১ অক্টোবর — রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সোনালি সেন গুপ্তাকে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর (ED) হিসেবে নিযুক্ত করেছে। এই পদে তাঁর কার্যভার শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৫ থেকে। RBI-এর তরফে এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে।
সোনালি সেন গুপ্তার RBI-তে কর্মজীবন তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি এর আগে বেঙ্গালুরু আঞ্চলিক অফিসে কর্ণাটকের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যাংকিং নিয়ন্ত্রণ এবং তদারকি।
নতুন পদে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ—গ্রাহক শিক্ষা ও সুরক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি ও উন্নয়ন, এবং পরিদর্শন বিভাগ—পরিচালনা করবেন। এছাড়া তিনি RBI-এর তরফে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বোর্ডে মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই নিয়োগের সঙ্গে RBI-র উচ্চপর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে একই দিনে শিরীষ চন্দ্র মুর্মুকে ডেপুটি গভর্নর পদে উন্নীত করা হয়েছে।