April 19, 2025
digha 2

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য গত কয়েক বছরে দিঘাকে আরো সুন্দর করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

এবার দিঘার মুকুটে জুড়ছে আরও এক নতুন পালক। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দিঘায় খুব তাড়াতাড়ি চালু করা হবে সুসজ্জিত ডবল ডেকার বাস। জানা গেছে, পিপিপি মডেলে পর্যটকদের হোটেল থেকে প্রমোদতরী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চালু হতে পারে এই ডবল ডেকার বাস। আপাতত দিঘার রাস্তায় এই বাস নামানো হয়েছে ট্রায়াল রানের জন্য।

জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনই প্রমোদতরীর পরিষেবা শুরু করা হচ্ছে না। তবে দিঘার রাস্তায় ট্রায়াল রান দিতে শুরু করেছে সুসজ্জিত নতুন ডবল ডেকার বাস। সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *