
বারংবার প্রতারণা বন্ধ করার তাগিদেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরেই এই কাজ বন্ধ করা যায়নি। বর্তমান সময়ে সাইবার অপরাধ একটি অন্যতম আলোচ্য বিষয়। রাজ্যের বহু মানুষ সাইবার অপরাধের শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন।
অরুন্ধতীনগরের ড্রপগেইটে সাইবার ক্রাইম পুলিশ থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধে আরক্ষা বাহিনীকে একপ্রকার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হয়। এক্ষেত্রে অপরাধীদের সনাক্তকরণ খুবই কঠিন।
সেজন্য আরক্ষা বাহিনীর আধিকারিক সহ অন্যান্য কর্মীদের এই ধরনের অপরাধের তদন্তের বিষয়ে উচ্চপর্যায়ের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই আরক্ষা দপ্তরের অনেককেই এই বিষয়ে বহিরাজ্য থেকে প্রশিক্ষিত করিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে।