
মহাবীর জয়ন্তীর জন্য বৃহস্পতিবার বন্ধ থাকার পর শুক্রবার খুলবে দেশের শেয়ার বাজার। শুল্ক যুদ্ধের আবহে বুধবার সেনসেক্স, নিফটি কমেছিল যথাক্রমে ০.৫১ শতাংশ এবং ০.৬১ শতাংশ। ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রেখে আলোচনার রাখা খুলে দিয়েছেন। শুক্রবার বাজারের পরিস্থিতি কেমন থাকবে সে দিকেই এখন নজর লগ্নিকারীদের।
শুক্রবার গিফ্ট নিফটি থেকে যে আন্দাজ মিলছে, গ্যাপ স্টার্ট হতে পারে দেশের স্টক এক্সচেঞ্জ সূচকের। অর্থাৎ আগের দিনের ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হতে পারে এক্সচেঞ্জ সূচকের। শুক্রবার গিফ্ট নিফটি ৪৬৭ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে রয়েছে ২২ হাজার ৯৫৪ পয়েন্টে।