একাধিকবার অভিযোগ ওঠা সত্ত্বেও সুরাহা হয়নি কখনোই, আবারও ফিরে এসেছে গাঁজা চাষের মরশুম। প্রতি বছরের মতো এই বছরও ত্রিপুরা রাজ্যের কিছু বনাঞ্চল এলাকায় গোপনে গাঁজা চাষ শুরু হয়েছে। প্রশাসনের কড়া নজরদারি থাকা সত্ত্বেও গাঁজা চাষিরা বিভিন্ন বনভূমি ধ্বংস করে অবৈধভাবে চারা রোপণ করছে।
বিশেষ করে সিপাহীজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্র ও তার অন্তর্গত বিশালগড় ও মধুপুর থানার আওতাধীন বিভিন্ন গ্রামে — যেমন পূর্ব চাম্পামুরা, দেবীপুর ফার্ম, কোনাবন, হরিয়াদোলা, সীতাখলা — গাঁজা বাগান গড়ে উঠেছে বলে জানা গেছে। এই এলাকাগুলিতে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর।
২০২৪ সালে মধুপুর থানার কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা স্থানীয় শাসকদলীয় নেতাদের সাথে হাত মিলিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাঁজা বাগান ধ্বংস না করে ফিরে আসে। যদিও সেই সময়ে ডিআইজি (সাউথ রেঞ্জ) মনচাক ইপ্পা গোপনে খবর পেয়ে মধুপুর থানাকে নির্দেশ দেন গাঁজা বাগান ধ্বংস করতে।
