
বারংবার নিষেধ সত্বেও হয়ে চলেছে একই কাজ, তাই এবার নেওয়া হলো কড়া পদক্ষেপ। রাস্তাঘাটে বেরোলে হামেশাই দেখা যায় পানের পিক কিংবা গুটখার পিকে ভরে গিয়েছে সর্বত্র। তবে এবার যত্রতত্র পিক ফেললেই হবে মোটা অংকের জরিমানা। সামনে আসছে রাজ্যের বাজেট।
এই বাজেট অধিবেশনে এবার এমন একটি নতুন বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে জানা যাচ্ছে এই নতুন বিল আনার কথা। প্রসঙ্গত পানের পিক কিংবা থুতু ফেলা নিয়ে ১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় জরিমানার কথা উল্লেখ রয়েছে।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্ষেত্রে দোষীদের জরিমানা করা হয়। তবে এবার স্বচ্ছতা অভিযানে এক কদম এগিয়ে থাকতে এই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে রাজ্যে।