April 19, 2025
kol high court11

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট।

এই মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। গত বছরের ২৫ এপ্রিল ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ার মোট ৮৭৮ জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্থা।

আদালতের সেই নির্দেশের পর মাঝে কেটে গিয়েছে ১০ মাস। তারপর থেকে এখনও পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি। এতদিনেও নির্দেশ পালন না করায় এবার স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ভূমিকায় বিরাট ক্ষুব্ধ হলেন জাস্টিস মান্থা। আগামী ২২ জানুয়ারি তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *