সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সর্বোচ্চ আদালতে শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআই। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতর তরফেও স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে।
এদিন প্রথম থেকেই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন চালাচ্ছেন তার বিরুদ্ধে সওয়াল করতে শুরু করেন রজ্যের আইনজীবী কপিল সিব্বল। আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, ডেডলাইনও বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি।
এর আগের শুনানিতে আর জি কর মামলার প্রতিবাদে চিকিৎসকরা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন সেই আবেদন জানায় সুপ্রিম কোর্ট। তবে আর জি করের প্রতিবাদী চিকিৎসকরা এখনও কাজে যোগ দেননি। কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকবেন বলেই জানিয়ে দেন তারা। তবে তাদের আন্দোলন দমাতে মরিয়া রাজ্য।