
রাজ্যবাসীর সুবিধার্থে নয়া ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী, বেসরকারি হাসপাতালে চিকিৎসা মানেই মোটা টাকা খরচ! রোগী ডিসচার্জের আগেই মিটিয়ে দিতে হয় সেই বিল। নাহলে কখনও রোগীকে আটকে রাখা, কখনও আবার মৃতদেহ আটকে রাখার মতো অভিযোগ ওঠে।
এবার এসব বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগী রাজ্য। বিল বাকি থাকলেও মৃতদেহ আটকানো যাবে না। বেসরকারি হাসপাতালগুলিকে এমনই বার্তা দিল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রাজ্যে প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন অল ইন্ডিয়া নার্সিংহোম অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম প্রসন্ন।
তিনি বলেন, ‘বাংলার নার্সিংহোমে আন্তরিকতার অভাব আছে’। তার এই কথা যে মিথ্যে নয়, এবার সেই ইঙ্গিত দিলেন রাজ্য স্বাস্থ্য কমিশনের সচিব আরশাদ ওয়ারশি। এই নয়া নিয়ম নিয়ে চাপে পড়েছেন বহু বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ।