November 21, 2024

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে ‘বাংলার বাড়ি’ অন্যতম। এবার রাজ্য সরকারের এই স্কিম নিয়েই সামনে এল বড় আপডেট।

জানা যাচ্ছে, রাজ্যজুড়ে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে মূলত ৩টি ধাপে টাকা দেওয়া হয়। প্রথমে ধাপে ৬০,০০০ টাকা, এরপর ৪০,০০০ টাকা এবং সবশেষে ২০,০০০ টাকা দেয় সরকার।

তবে দেখা গিয়েছে, বেশ কিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও বাড়ি তৈরি করেননি। প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ বাড়ি এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এরপরেই নড়েচড়ে বসে সরকার। উপভোক্তাদের বাড়ির কাজ অসম্পূর্ণ করে রাখার এই প্রবণতা কমানোর জন্য রাজ্য সরকারকে একটি মুচলেকা দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *