October 16, 2025
16

একের পর এক বিস্ফোরক দাবি সামনে আসছে। আচমকাই করলেন বিতর্কিত মন্তব্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন। প্রয়াত শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে গগৈর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “গৌরব গগৈ জুবিন গার্গকে কী বিচার দেবে? জুবিন ছিলেন অসমীয়া ও ভারতীয়। কিন্তু গৌরব গগৈ তাঁর সন্তানদের বিদেশি নাগরিক বানিয়েছেন।”

হিমন্ত আরও বলেন, “তিনি নিজে ভারতীয়, আর তাঁর পরিবারে বাকি তিনজন বিদেশি! এই অবস্থায় মুখ্যমন্ত্রী হলে, কোন আধিকারিক তাঁর কাছে যাবে?” তিনি বলেন, “তাঁর যদি সত্যিই অসমীয়া জাতিসত্তার প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে অন্তত এখনই সন্তানদের জন্য ভারতীয় নাগরিকত্বের আবেদন করা উচিত।” মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, জোরহাট নির্বাচনের সময় ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত ও গৌরব গগৈর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। তাঁরা একে অপরের ‘বুন্দিয়া-ভুজিয়া’—মানে অবিচ্ছেদ্য বন্ধু। তিনি জানান, শ্যামকানুর ফেসবুক পোস্ট ঘেঁটে দেখা গেলে সেই সম্পর্ক স্পষ্ট বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *