আর্থিক তজরুপের অভিযোগ তুলে সুখাখোলা বিবেকানন্দ শিক্ষাসদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠলো বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামের সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের।
অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তজরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। তারপরেও পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক না হলে। ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তিনি বলেন অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি জানান সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধুবাগ। তারপরেই গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়।