July 7, 2025
S SAM 1

পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার পথে এক বড় পদক্ষেপ নিল সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন। গুজরাতের সুরাটের অলথানে দেশের প্রথম সৌরচালিত স্মার্ট বাস ডিপোর উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক বাস ডিপো নির্মাণে খরচ হয়েছে প্রায় ₹১.৬ কোটি টাকা।

সৌরশক্তি নির্ভর এই ডিপো পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থিক সাশ্রয়ও নিশ্চিত করবে। হিসেব বলছে, এই উদ্যোগের ফলে বছরে প্রায় ₹৬.৫৬ লক্ষ টাকা সাশ্রয় হবে বিদ্যুৎ খাতে।

স্মার্ট প্রযুক্তি ও টেকসই শক্তির সংমিশ্রণে তৈরি এই বাস ডিপো দেশের অন্যান্য শহরের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুরাট কর্পোরেশনের এই উদ্যোগ পরিবেশবান্ধব পরিকাঠামোর দিকেও এক দৃঢ় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *