July 13, 2025
schl tchr2

একাধিকবার জানানো হলেও কার্যত কোনো লাভ হয়নি, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। কাগজে-কলমে তিনজন শিক্ষক-শিক্ষিকা নিযুক্ত থাকলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকে মাত্র একজন শিক্ষক দিয়ে কোনরকমে ক্লাস চলছে, যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একজন শিক্ষিকাকে এই বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একজন শিক্ষকই শিক্ষার্থীদের দেখাশোনা করা, ক্লাস পরিচালনা করা এবং মিড-ডে-মিল সামলানোর মতো সব কাজ একা হাতে করছেন।

এই পরিস্থিতিতে এলাকার শিক্ষানুরাগী মহল এবং অভিভাবক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন অংশের অভিভাবকেরা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁরা অভিযোগ করছেন, বারবার বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *