July 23, 2025
SIL 1

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। প্রাণঘাতী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছে অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দুজন প্রাপ্তবয়স্ক — বিমানটির পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী। বাকি ২৯ জনই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন।

এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটে আসছে নিহত ও আহতদের স্বজনেরা। কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর ও এলাকার পরিবেশ।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ও জরুরি চিকিৎসা চলছে।

ঘটনার পর সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি মঙ্গলবার সারা বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকাশিত শোকবার্তায় তিনি লেখেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী — এ মৃত্যু অপূরণীয়। ভারত বাংলাদেশের পাশে আছে ও সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।”

পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে বিমানবাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে সন্দেহ করা হলেও, বিস্তারিত তদন্ত শেষে আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *