
উঠছে অভিযোগ, বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ, বিগত বেশ কিছুদিন ধরেই সারা দেশে বিদ্যুৎ খাতে বিপুল ক্ষতি হচ্ছে। তাঁর প্রভাব ত্রিপুরাতেও পড়ছে। লোকসভায় সাংসদ বিপ্লব কুমার দেবের উত্থাপিত তারকাচিহ্ন বিহীন প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক দেশে বিদ্যুৎ সরবরাহ ও বন্টন সংক্রান্ত পরিসংখ্যান জানিয়েছেন।
তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে বিদ্যুৎ সরবরাহে ৩.৫৫ শতাংশ এবং বণ্টনে ১৩.০৯ শতাংশ ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ একটি সমমনা বিষয়। সেই কারণে বিদ্যুৎ সরবরাহ ও বন্টনের দায়িত্ব মূলত সংশ্লিষ্ট রাজ্য সরকার ও তাদের বিদ্যুৎ সংস্থার উপর ন্যস্ত। তিনি জানান, ভারত সরকার ২০২১ সালের জুলাই মাসে পুনর্গঠিত বিদ্যুৎ বিতরণ খাত প্রকল্প (আরডিএসএস) চালু করেছে।
এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলিকে আর্থিক স্থিতিশীলতা ও কার্যক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়া হচ্ছে। এই প্রকল্পে ২.৮২ লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়নমূলক কাজ, বিশেষ করে স্মার্ট মিটার বসানো এবং বন্টন পরিকাঠামো উন্নয়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।