বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। দিনভর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ১৩ অক্টোবর পর্যন্ত।
তবে কোথাও ভারী বৃষ্টি কোথাও হবে না। মোটের উপর ভালোই কাটবে পুজো। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি নেই।