
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত বছর ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান।
সেই গত বছর থেকে এখনও জেলবন্দি সন্দেশখালির একদা ‘বেতাজ বাদশাহ’। মাঝে জামিনের আবেদন করলেও মেলেনি। এবার নয়া বছরে এসে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা।
সিবিআই-এর যে মামলা চলছে সেই মামলাতেই জামিন পেতে হাইকোর্টে গিয়েছেন শাহজাহান। এর আগে এই মামলায় নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু, সেই আবেদন মঞ্জুর না হলে এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। আপাতত সেই মামলায় জেলবন্দি রয়েছেন সন্দেশখালিকাণ্ডের মূল হোতা।