April 19, 2025
pm5

আরমাত্র কটা দিনের অপেক্ষা, তারপরই দেশজুড়ে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই আবহে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বহু ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধির। স্বাভাবিকভাবেই উৎফুল্ল শ্রমিকরা।

কেন্দ্র সরকারের শ্রম মন্ত্রকের শ্রম কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিল্ডিং নির্মাণ, লোডিং আনলোডিং, নিরাপত্তারক্ষী, দারোয়ান, হাউসকিপিং, খনি এবং কৃষি কার্যের সাথে যুক্ত শ্রমিকদের বেতন বৃদ্ধি পাবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নূন্যতম বেতন বৃদ্ধি পাবে অদক্ষ শ্রমিক, ঝাড়ুদার, সাফাই কর্মীদেরও। দৈনিক ৭৮৩ টাকা বা মাসে ২০ হাজার ৩৫৮ টাকা নূন্যতম বেতন হবে এই শ্রমিকদের।

আধা ও দক্ষ শ্রমিকদের নূন্যতম দৈনিক ৮৬৮ টাকা বা মাসে ২২৫৬৮ টাকা মজুরির কথা ঘোষণা করেছে শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অত্যন্ত দক্ষ এবং অস্ত্র হাতে নজরদারি করা শ্রমিকদের নূন্যতম দৈনিক মজুরি দৈনিক ১০৩৫ টাকা বা মাসিক ২৬ হাজার ৯১০ টাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *