সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার আবহে এবার রাজ্যের নানান হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিরাট উদ্যোগ নিল রাজ্য।
নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। জানান, হাসপাতালের অধ্যক্ষদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হচ্ছে। সমিতিতে ১ জন করে সিনিয়র ডাক্তার, ১ জন জুনিয়র ডাক্তার ও নার্স থাকবেন।
সেই সঙ্গেই একজন জনপ্রতিনিধিও থাকবেন বলে এদিন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে সুরক্ষার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। শহরের মানুষের নিরাপত্তার জন্য ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করা হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।