
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার।
কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা কোথা থেকে? মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘দিদিরা মায়েরা সবসময় সঞ্চয় রাখতেন, যখন কোনো সমস্যা দেখা দিতে হাতে পয়সা নেই, তখন তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে পয়সাটা খরচ করতেন। সেই থিম থেকে এই প্রকল্প। বর্তমানে বাংলার প্রায় ১ কোটি ২১ লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সারা জীবন ভাতার টাকা পাবেন।
এর জন্য আমাদের প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।’ প্রসঙ্গত, রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে একটি এই লক্ষ্মীর ভান্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।