July 20, 2025
rajnath shing

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময় এগোনোর সাথে সাথেই এগিয়ে চলেছে দেশ। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের স্বদেশী প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত মাঝারি যুদ্ধবিমান কর্মসূচির কার্যনির্বাহ মডেলকে অনুমোদন দিয়েছেন।

এই মডেল ভারতীয় বিমানচালনা শিল্পের জন্য একটি শক্তিশালী ঘরোয়া পরিবেশ গঠনের দিকে বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি খাত উভয়কেই প্রতিযোগিতামূলক ভিত্তিতে সমান সুযোগ প্রদান করা হবে।

এতে অংশগ্রহণকারী সংস্থা বা দরপত্রকারী সংস্থাকে ভারতীয় আইন ও বিধি মেনে পরিচালিত একটি ভারতীয় কোম্পানি হতে হবে। এই কর্মসূচি স্বদেশী প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার করে এএমসিএ প্রোটোটাইপ তৈরি করার দিকেই অগ্রসর হচ্ছে, যা ভারতের বিমানচালনা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *